এখানে একটি কমান্ড লিখতে হবে । C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন ।
আপনার কম্পিউটার এর কন্ট্রোল পানেল এর ইউজার একাউন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে ।
এখান থেকে কম্পিউটার এডমিনিসট্রেটর এ ক্লিক করে রিমুভ পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই আপনার কাজ শেষ । এখন Exit দিয়ে বের হয়ে আসুন । আর অপারেটিং সিস্টেম সেটাপ এর বাকি কাজ শেষ হলেই দেখবেন আপনার কম্পিউটার অন হয়ে আর পাসওয়ার্ড চাচ্ছেনা । আর আপনার কম্পিউটার এর ডেস্কটপ এবং সি ড্রাইভ এর সকল ফাইল সুরক্ষিত অবস্থায়ই আছে । এভাবে অপারেটিং সিস্টেম রিপেয়ার এর মাধ্যমে পাসওয়ার্ড রিমুভ করে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রক্ষা করতে পারবেন, নতুন করে সেটাপ দেয়ার প্রয়োজন নেই । তাহলে আমও যাবে ছালাও যাবে ।