preload
টিরিক নম্বর ১
পয়লা টিরিকে দেখব কিভাবে সফটয়ার ছাড়াই ফোল্ডার লক করা যায়...............।
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad

নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি-
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন

তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং
সূত্রঃ মঈন ভাই

টিরিক নম্বর ২

আসেন একটা ওয়ার্ড ফাইলের টেক্সট ক্রাশ করে দেই............একটা ডকুমেন্ট খুলেন এইবার =rand (200, 99) এটি কপি কইরা সেখানে পেস্ট মারেন এবং এইবার মারেন এন্টার
কাহিনী শেষ.........আপনের ডকুমেন্ট কই গেলো একটু খুইজ্জা দেহেন............। পাইলে কইয়েন...............২০০ প্যরাগ্রাফ এবং ৯৯ সেইন্টেন্স এর চিপায় সে হারায় গেছে........হাহাহহা খেক খেক

টিরিক নম্বর ৩

এই টা অনেক পুরান । তবে মুরুব্বিরা কয় পুরান চাউলে নাকি ভাতে বাড়ে.........।তাই দিলাম
আইছা দেখেন তো আপনাদের মধ্যে কেউ এই নামে
CON
PRN
AUX
NUL
LPT1
COM1
কোনো ফোল্ডার বানাতে পারেন কিনা............। টেরাই মাইরা দেহেন

টিরিক নম্বর ৪

নোটপ্যাড দিয়া ডায়েরী তৈরি....................................
নোটপ্যাড ওপেন করুন.....................এবার লিখুন .LOG । খেয়াল করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন...............।এবার যেকোন নামে সেইভ করুন। ফাইলটি ওপেন করুন..................প্রতিবার যখন ওপেন করবেন দেখবেন নোটপ্যাডটিতে ডায়েরীর মতো উপরে সময় ও তারিখ আসছে.....................প্রতিবারই সময় ও তারিখ পরিবর্তিত হবে............এটিকে আপনার ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারেন।



টিরিক নম্বর ৬

এটা একটু ইতরামি মার্কা নোটপ্যাড মজা.........। আসেন একটা ফেইক ভাইরাস বানাই............
নোটপ্যাড ওপেন করুন ...নিম্নোক্ত কোড কপি করে নোটপ্যাডে পেস্ট করুন.........
code:

@echo off
title VIRUS
color 06

echo YOU HAVE A VIRUS ON YOUR COMPUTER
pause
echo CONTACTING ANTI-VIRUS....
pause
echo DO YOU WANT TO DELETE VIRUS?
pause
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
pause
echo ACTIVATING VIRUS.....
echo VIRUS ACTIVATED!!!!
pause
:1
dir/s
goto 1
এবার এটিকে Hi.bat নামে সেইভ করুন..................
এখন ফাইলটিতে ডাবল ক্লীক করে দেখুন মজা..................

টিরিক নম্বর ৭

ভিকটিমের কম্পিউটারে "You are a fool"লেখাটি অনবরত লিখতে বাধ্য করুন............
নোটপ্যাড ওপেন করুন............এবার নিম্নোক্ত কোড কপি করে নোটপ্যাডে পেস্ট করুন.........
Code:
Set wshShell = wscript.CreateObject("WScript.She।।")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop


এবার এটি "Anything.VBS" নামে সেইভ করুন............এখন যাকে মজাটি দেখাতে চান তাকে ফাইলটি সেন্ড করুন...............সে ডাবল ক্লীক করলেই এটি খেলা দেখানো শুরু করবে............
  • 0 comments:

    • Post a Comment

-

-
Dhaka

Status

Total Views: