preload

আসসালামু  আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা  আমি আইমান । জব এর পাশাপাশি ডেফোডিল এ সিএসই পড়ছি, জব এবং স্টাডি ২টা একসাথে করি বলে নিয়মিত টিউন করার সুযোগ পাইনা । তবু ছুটির দিন কিংবা অবসরে সময় করে চেষ্টা করি টিউন করতে । ইতিপূর্বে আমি কম্পিউটার এর ট্রাবলসুটিং বিষয়ে ৪ পর্বের ধারাবাহিক নিয়ে আলোচনা করেছি ।  "কম্পিউটার স্লো মনে হচ্ছে?  এখনি ফাস্ট করে  নিন কয়েকটি উপায়ে" শিরোনামে পর্যায়ক্রমে টিউনটি চলমান থাকবে । এডভান্স এসইও সম্পর্কে আমার প্রচন্ড আগ্রহ, বিজ্ঞ ভাইয়াদের কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা আশা করছি  মূল কথায় আসি, আপনার কম্পিউটারের এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন, এখনকি আবার কম্পিউটার এ নতুন করে উইন্ডোজ দিবেন? তাহলে হারাতে হবে জরুরী ডাটা, হয়তোবা আপনার ডেস্কটপেই  রয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ ফাইল । থাকতে পারে সি ড্রাইভ এ মূল্যবান ফাইল, সি ড্রাইভ ফরমেট দিয়ে উইন্ডোজ সেটাপ দিলে আপনার কম্পিউটার ঠিক হবে ঠিকই কিন্তু হারাতে হবে অনেক জরুরী  ডাটা । এখন উচিত এমনভাবে কম্পিউটারটি  তৈরী করা, যেন পাসওয়ার্ড উদ্ধার হয়, জরুরী ফাইল এবং গুরুত্বপূর্ণ ডাটাও রক্ষা করা সম্ভব হয় । কিংবা পাসওয়ার্ড উদ্ধার করতে না পারলেও পাসওয়ার্ড রিমুভ করার পথ খুঁজে বের করা।  চলুন কাজটা শুরু করি । কম্পিউটার অন করে DEL অথবা F2 প্রেস করে বায়োস এ ঢুকুন।  বায়োস সেটিং এ গিয়ে ফার্স্ট বুট ডিভাইস সিডি/ডিভিডি  রম সিলেক্ট করুন। আপনার কম্পিউটার এ অপারেটিং সিস্টেম যেটা দেয়া আছে, সেটার সিডি আপনার সিডি / ডিভিডি রম এ ঢুকান ।  সিডি/ডিভিডি  থেকে বুট হওয়ার  পর অপারেটিং সিস্টেম সেটাপ এর কাজ শুরু হবে । আপনাকে নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ না দিয়ে R প্রেস করার মাধ্যমে রিপেয়ার দিতে হবে । এজন্য উইন্ডোজ সেটাপ দেয়ার দ্বিতীয় পর্যায়ে আপনাকে রিপেয়ার অপশনটি সিলেক্ট  করে নিতে হবে অপারেটিং সিস্টেম সেটাপ এর ধাপ গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন । ধাপ গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন To Repair Your Computer Press R আসলেই তখন R চাপতে হবে মনে রাখবেন আপনার কম্পিউটারের সি ড্রাইভ ফরমেট দিতে যাবেননা তাহলে পুরো উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে, পাসওয়ার্ড উদ্ধার কিংবা রিমুভ করার চেষ্টা বিফলে যাবে। অপারেটিং সিস্টেম সেটাপ এর সিস্টেম অনেকেই জানেন, তাই সকল ধাপগুলো এখানে বিস্তারিত দেখানো হয়নি । শুধু অপারেটিং সিস্টেম সেটাপ শুরু করার প্রথমেই ২য় ধাপ এ R প্রেস করে রিপেয়ার সেটাপ রান করাতে হবে। মনে রাখতে হবে অপারেটিং সিস্টেম সেটাপ শুরু করার ২য় ধাপ, ১ম ধাপেও রিপেয়ার এর অপশন থাকে, তবে সেটি রিকভারি কনসোল, এটিতে এন্টার দিয়ে পরবর্তী ধাপ এ গেলেই রিপেয়ার এর আরেকটি অপশন পাবেন খেয়াল রাখতে হবে অবশ্যই ১ম ধাপ পার হয়ে ২য় ধাপ এর রিপেয়ার অপশন এর মাধ্যমে রিপেয়ার সেটাপ রান করাতে হবে। R প্রেস  করে রিপেয়ার সেটাপ রান করলে ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন হতে থাকবে । এবার ফাইল কপি হওয়ার সময়  অর্থাত রিপেয়ার সেটাপ রান হওয়ার ঠিক ১০ মিনিট পর আপনার কিবোর্ড থেকে Shift+F10 প্রেস করুন। কমান্ড প্রম্পট ডায়লগ বক্স আসবে।  

 এখানে একটি কমান্ড লিখতে হবে ।  C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন । 

  আপনার কম্পিউটার এর কন্ট্রোল পানেল এর  ইউজার একাউন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে । 

এখান থেকে কম্পিউটার এডমিনিসট্রেটর এ ক্লিক করে রিমুভ পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই আপনার কাজ শেষ । এখন Exit দিয়ে বের হয়ে আসুন । আর অপারেটিং সিস্টেম সেটাপ এর বাকি কাজ শেষ হলেই দেখবেন আপনার কম্পিউটার অন হয়ে আর পাসওয়ার্ড চাচ্ছেনা । আর আপনার কম্পিউটার এর ডেস্কটপ এবং সি ড্রাইভ এর সকল ফাইল সুরক্ষিত অবস্থায়ই আছে । এভাবে অপারেটিং সিস্টেম রিপেয়ার এর মাধ্যমে পাসওয়ার্ড রিমুভ করে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলো  রক্ষা করতে পারবেন, নতুন করে সেটাপ দেয়ার প্রয়োজন নেই । তাহলে আমও যাবে ছালাও যাবে । 

Read More...

  • ব্লগার ড্যাশবোর্ড থেকে Design যান।
  •  Layout এ যান এবং Add a Gadget ক্লিক করুন।
  •  HTML/JavaScript সিলেক্ট করুন।
  • নিচের কোডটি কপি করে পেস্ট করুন।


Read More...

 নিচের কোড গুলো কপি করে আপনার ব্লগ বা ওয়েব সাইট এ পেস্ট করুন । ব্লগ স্পট
 হলে একটা উইগেট নিন (Html/Javascript) এবং কোড কপি করে পেস্ট করে সেভ করুন
 আর যে খানে সার্চ বার টি বসাবেন সেখানে উইগেট টি ড্রাগ করে নিএ সেভ করুন ।

Read More...

টিরিক নম্বর ১
পয়লা টিরিকে দেখব কিভাবে সফটয়ার ছাড়াই ফোল্ডার লক করা যায়...............।
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad

নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি-
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন

তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং
সূত্রঃ মঈন ভাই

টিরিক নম্বর ২

আসেন একটা ওয়ার্ড ফাইলের টেক্সট ক্রাশ করে দেই............একটা ডকুমেন্ট খুলেন এইবার =rand (200, 99) এটি কপি কইরা সেখানে পেস্ট মারেন এবং এইবার মারেন এন্টার
কাহিনী শেষ.........আপনের ডকুমেন্ট কই গেলো একটু খুইজ্জা দেহেন............। পাইলে কইয়েন...............২০০ প্যরাগ্রাফ এবং ৯৯ সেইন্টেন্স এর চিপায় সে হারায় গেছে........হাহাহহা খেক খেক

টিরিক নম্বর ৩

এই টা অনেক পুরান । তবে মুরুব্বিরা কয় পুরান চাউলে নাকি ভাতে বাড়ে.........।তাই দিলাম
আইছা দেখেন তো আপনাদের মধ্যে কেউ এই নামে
CON
PRN
AUX
NUL
LPT1
COM1
কোনো ফোল্ডার বানাতে পারেন কিনা............। টেরাই মাইরা দেহেন

টিরিক নম্বর ৪

নোটপ্যাড দিয়া ডায়েরী তৈরি....................................
নোটপ্যাড ওপেন করুন.....................এবার লিখুন .LOG । খেয়াল করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন...............।এবার যেকোন নামে সেইভ করুন। ফাইলটি ওপেন করুন..................প্রতিবার যখন ওপেন করবেন দেখবেন নোটপ্যাডটিতে ডায়েরীর মতো উপরে সময় ও তারিখ আসছে.....................প্রতিবারই সময় ও তারিখ পরিবর্তিত হবে............এটিকে আপনার ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারেন।



টিরিক নম্বর ৬

এটা একটু ইতরামি মার্কা নোটপ্যাড মজা.........। আসেন একটা ফেইক ভাইরাস বানাই............
নোটপ্যাড ওপেন করুন ...নিম্নোক্ত কোড কপি করে নোটপ্যাডে পেস্ট করুন.........
code:

@echo off
title VIRUS
color 06

echo YOU HAVE A VIRUS ON YOUR COMPUTER
pause
echo CONTACTING ANTI-VIRUS....
pause
echo DO YOU WANT TO DELETE VIRUS?
pause
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
echo ACCESS DENIED
pause
echo ACTIVATING VIRUS.....
echo VIRUS ACTIVATED!!!!
pause
:1
dir/s
goto 1
এবার এটিকে Hi.bat নামে সেইভ করুন..................
এখন ফাইলটিতে ডাবল ক্লীক করে দেখুন মজা..................

টিরিক নম্বর ৭

ভিকটিমের কম্পিউটারে "You are a fool"লেখাটি অনবরত লিখতে বাধ্য করুন............
নোটপ্যাড ওপেন করুন............এবার নিম্নোক্ত কোড কপি করে নোটপ্যাডে পেস্ট করুন.........
Code:
Set wshShell = wscript.CreateObject("WScript.She।।")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop


এবার এটি "Anything.VBS" নামে সেইভ করুন............এখন যাকে মজাটি দেখাতে চান তাকে ফাইলটি সেন্ড করুন...............সে ডাবল ক্লীক করলেই এটি খেলা দেখানো শুরু করবে............

Read More...

You can put your favorite image or picture in the background of the logon screen by doing the following methods.


Read More...

If you’ve ever wondered how to change the name of the person that Windows is registered to, this is the quick tip for you. It’s not all that useful, but it might come in handy if you got a computer from somebody else.


Read More...

>> প্রথমে যে ভিডিও ডাউনলোড করতে চান সেটা খুলুন  ;
>> এবার address bar-এ link-এ http://www. মুছে সেখানে ss দিয়ে এন্টার দিন ।

Read More...
Published in:

অনেকেই ই-মেইলের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠাতে চান। তবে বিনা মূল্যে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল অ্যাটাচ ফাইলে একটি নির্দিষ্ট সাইটের বেশি বড় সাইজের ফাইল পাঠানো যায় না। এ ছাড়া সফটওয়্যার বা গেমসও সংযুক্ত করে পাঠানো যায় না। কারণ মেইল সেবাদানকারীরা মনে 

Read More...


বাজার থেকে কেনা  windows xp SP3 operating system (product key-সহ) pcতে  ব্যবহার
করে থাকি, তারা অবশ্যই install করার কয়েকদিন পর এই সমস্যায় পড়ে থাকি-
"You may be a victim of software counterfeiting"। যারা pcতে internet

Read More...

How to Add Page Number in Blogger from Template? Page number is very necessary to navigate page of blog. It make more easier to navigate site for site visitors. With page number they can easily go to their desire page. You can do it from template or using a widget. It look like the below screen shot...

To add this page number just follow the below steps:-

Read More...


আপনি যদি চান যে আপনার পিসিতে অন্য ইউজারদের লিমিটেড একসেস থাকবে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই, এমনকি আপনি বিভিন্ন ড্রাইভের একসেসও বন্ধ করতে পারবেন।
এজন্য আপনার ইউজার একাউন্টটি একটি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে নিতে হবে। এবার অন্য ইউজারদের জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। create a new account এ ক্লিক করে, পছন্দমতো নাম দিয়ে next এ ক্লিক করুন। এখনে অ্যাকাউন্ট টাইপ Limited রেডিও বাটনে সিলেক্ট করে create account বাটনে ক্লিক করলে নতুন অ্যাকাউন্ট খুলে নিন।

Read More...

শুধু আমার দেয়া rar ফাইলটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করেন এবং ডাবল ক্লিক করলেই কেল্লা ফতে!! অর্থাৎ আপনার পিসি কোর আই সেভেন হয়ে গেছে।

ডাউনলোড


যদি কেউ আপনার অরিজিনাল পিসির কনফিগারেশনে ফিরে যেতে চান, তাহলে
সোজা এইখানে ঢুকে "C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup"

" gg" নামের একটা ফাইল পাবেন । এটা ডিলিট করেন

Read More...

-

-
Dhaka

Status

Total Views: