preload

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।


এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

Read More...

অনেক  সময় বারবার পাসওয়ার্ড আর ইউজার নেম লিখে লগইন করা বিরক্তিকর লাগে। তার উপর আবার যখন ইউজার নেম এর কোনো পাসওয়ার্ড না থাকার পরও ইউজার নেম-এর উপর ক্লিক করে লগইন করা সত্যি বাজে লাগে। তাই স্বয়ংক্রিয় লগইন পদ্ধতিঃ
১. স্টার্ট মেনু-তে গিয়ে রান এ ক্লিক করুন
http://forum.projanmo.com/uploads/134_tip1.JPG
২. রান ডায়লগ বক্সে "control userpasswords2 " লিখে "OK" বাটনে ক্লিক করুন
http://forum.projanmo.com/uploads/134_tip2.JPG
৩.এবার "Users must enter a user name and password to use this computer." এই লেখাটি থেকে টিক চিহ্ন উঠিয়ে নিন
http://forum.projanmo.com/uploads/134_tip4.JPG
৪.এরপর Advanced ট্যাব এ গিয়ে ""Require users to press Ctrl + Alt + Delete"  এর সামনের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে Ok ক্লিক করুন
http://forum.projanmo.com/uploads/134_tip3.JPG
৫. এরপর যখন নিচের ডায়লগ বক্স আসবে তখন ইউজার নেম আর পাসওয়ার্ড লিখে Ok ক্লিক করুন। আর পাসওয়ার্ড না থাকলে পাসওয়ার্ড-এর ঘর খালি রাখুন।
http://forum.projanmo.com/uploads/134_tip5.JPG
বিঃদ্রঃ এতে আপনার নিরাপত্তাও নষ্ট হবে tongue

Read More...

-

-
Dhaka

Status

Total Views: